





ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। সেই ম্যাচে বল হাতে ৫ উইকেট শিকার করেন তিনি। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর এবার আইসিসি থেকে






সুখবর পেল সাকিব। বুধবার (৭ ডিসেম্বর) আইসিসি ওয়ানডে বোলারদের নতুন র্যাংকিং প্রকাশ করে। নতুন সেই র্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে নবম স্থানে ওঠে এসেছেন বাংলাদেশের এই তারকা






ক্রিকেটার। প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের বিপক্ষে সাকিবের অসাধারণ ওই বোলিংয়ের প্রতিফলন দেখা গেল র্যাঙ্কিংয়ে। ৬৪৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ওঠে এসেছেন তিনি। ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে






দশে রয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। দারুণ ফর্মে থাকা মেহেদী হাসান মিরাজ আছেন তালিকার আট নম্বরে। ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন






নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। এরপর যথাক্রমে সাত নম্বর পর্যন্ত আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নিউজল্যিান্ডের ম্যাট হেনরি, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, আফগানিস্তানের






রশিদ খান ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।