




নিজের পছন্দের ক্লাবের পরাজয় যেন মেনে নিতে পারেন না সমর্থকরা। প্রিয় দলের পরাজয়ে সমর্থকদের বহিঃপ্রকাশ যে সব সময় খুব স্বাভাবিকভাবে হয় তা নয়। অনেক সময় বাজে ফলের জন্য





ফুটবলারদের বিব্রতকর অবস্থায়ও পড়তে হয়। কিন্তু ইউরোপা লিগে সেভিয়া-পিএসভি ম্যাচে যা হলো সেটি যেন সবকিছুকেই ছাড়িয়ে গেছে। শেষ ৩২ এর প্রথম লেগ ৩-০ গোলে জিতে এগিয়ে





থেকে পিএসভির মাঠে খেলতে যায় সেভিয়া। ঘরের মাঠে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েও অবশ্য শেষ রক্ষা হয়নি পিএসভির। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয়েছে ডাচ





ক্লাবটিকে। পছন্দের ক্লাবের এমন বিদায় মানতে পারেনি পিএসভির এক সমর্থক। দুই লেগ মিলিয়ে প্রিয় দলের বিদায়ে পিএসভির সেই সমর্থক ক্ষোভ প্রকাশ করেন সেভিয়ার গোলরক্ষক মার্কো





দিমিত্রোভিচের ওপর। আবেগ ধরে রাখতে না পেরে মাঠে নেমে সেই গোলরক্ষককে ঘুষিও মারেন তিনি। তবে, এরপর দিমিত্রোভিচের হাতেই নাকাল হতে হয়েছে সেই সমর্থককে। তাকে ধরে





মাটিতে শুইয়ে দেন সেভিয়ার গোলরক্ষক। পরে অন্য খেলোয়াড় ও নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।