গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৪ তম ম্যাচে মুখোমুখি হয় বরিশাল এবং খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স এর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৪৫ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে দলকে বিপদে ফেলে দেন দুই টপ
অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার এবং আন্দ্রে ফ্লেচার।পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও রান ওঠে স্রেফ ২২। বরিশালের দুই স্পিনার মুজিব উর রহমান ও সাকিব আল হাসানের সামনে স্রেফ মাথা নিচু করে পড়ে থাকেন সৌম্য ও ফ্লেচার।
সৌম্য আউট হন ২২ বলে ১৩ রান করে, ফ্লেচার ২৩ বলে ১২। তিনে নেমে রনি তালুকদার করতে পারেন ১২ বলে ৬। এখানেই পিছিয়ে পড়ে খুলনা টাইগার্স।প্রথম ১০ ওভারে জয়ের দিকে এগিয়ে যাওয়ার বদলে খুলনার টপ অর্ডার খুঁড়ে ফেলে খাদ। ১০
ওভারে তখন খুলনার রান ৪ উইকেটে ৩৫। কিন্তু শেষ পর্যন্ত মুশফিক এবং ইয়াসির আলী দুর্দান্ত ইনিংস খেললেও ম্যাচে জিততে পারেনি খুলনা।যার দুর্দান্ত ব্যাটিংয়ে কিছুটা আশা জায়গায় খুলনা, সেই ইয়াসির আলি চৌধুরিও ম্যাচ শেষে সংবাদ
সম্মেলনে বললেন, টপ অর্ডারেই পিছিয়ে পড়েছে দল।“এটা তাদের নিজেদের পরিকল্পনা। জানি না, কী হয়েছিল ওই সময়। সাকিব আল হাসান, মুজিব ভাই বোলিং করছিল ওই সময়। ওরা দুজন (ফ্লেচার-সৌম্য) মাঝখানে ছিল, ওরাই ভালো বুঝতে
পারছিল যে কী হচ্ছিল। বাইরে থেকে অনেক কথাই বলা যায়। ওরা টেনে নিতে পারলে আমাদের জন্য সহজ হতো।”“সাকিব ভাই, মুজিব ভাই বিশ্বমানের বোলার। এমন তো নয় যে তারা ফেলে দেওয়ার মতো বোলার।
শুরুর দিকে আরেকটু আগ্রাসী বা ১০-১২ রান যদি এদিক-সেদিক হতো বা যোগ হতো, তাহলে আজতে হয়তো আমরা জিতে যেতে পারতাম।”