





বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর পথেই যেন হাঁটলেন রোনালদো জুনিয়র। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রোনালদো যোগ দেন সৌদি আরবের ক্লাব আল






নাসরে। বাবার মতো একই কাজই করলেন ১২ বছর বয়সী রোনালদো জুনিয়র। সৌদি আরবের একাডেমি মাহদে যোগ দিয়েছেন রোনালদো পুত্র। পর্তুগালের তারকা ফুটবলার রোনালদো যখন






জুভেন্টাসে ছিল তখন সেখানকার একাডেমিতে ছিল রোনালদো জুনিয়র। প্রায় দুই বছর সেখানে কাটিয়ে রোনালদোর সাথে তিনিও ফিরে আসেন ইংল্যান্ডে। ম্যানচেস্টার ইউনাইটেডের






অনূর্ধ্ব-১২ দলের হয়ে এক প্রীতি ম্যাচে গোল করে বাবা রোনালদোর মতোই উদযাপন করতে দেখা যায় জুনিয়রকে। রোনালদোর মতো তারকা ফুটবলার হয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে






পারবে কিনা রোনালদো জুনিয়র সেটিই এখন দেখার বিষয়। সূত্র : গোল ডটকম