নিজস্ব প্রতিবেদক মুশফিকুর রহিমের এশিয়া কাপে টি-টোয়েন্টি দলে ওপেনিংয়ে খেলা নিয়ে বেশ কিছুদিন ধরেই হচ্ছে নানা আলোচনা। অনেকেই এটাকে নিয়ে পজেটিভ ভাবলেও আবার






অনেকেই বলছে অন্য কথা। তবে মুশফিকের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম জানালেন, ‘বিকেএসপিতে তিনি এসেছিলেন ওপেনার হয়েই’। বুধবার মিরপুরে সাংবাদিকদের তিনি






বলেছেন, ‘আসলেই (ওপেনিং) করবে কি না জানি না। কারণ দুজন স্বীকৃত ওপেনার আছে আমাদের দলে। আলোচনাটা যদি মুশফিককে নিয়ে বেশি করি, ওই দুজন খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে






না”। “আমার মনে হয় দুজনকেই ব্যাক করা উচিত, যেন ওরা ভালো করতে পারে। সেটা পারলে সেরা হবে। যদি ওদের মধ্যে কেউ ব্যর্থ বা অসুস্থ হয় তাহলে হয়তো মেক শিফট অপশনের ব্যাপার






আসবে। সেখানে বোধ হয় অনেক অপশন আছে আমাদের হাতে যারা নরমালি নিচে খেলে কিন্তু প্রয়োজনে ওপেন করেছে। মুশফিকও হতে পারে”। বিকেএসপিতে বড় হয়েছেন মুশফিকুর






রহিম। সেখান থেকে জাতীয় দলের পথ শুরু তার। ক্যারিয়ারের প্রথমে ওপেনার হয়েই বিকেএসপিতে এসেছিলেন বলে জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এ সময় তিনি আরো বলেন, “ও






যখন খেলা শুরু করেছিল, বিকেএসপিতে ওপেনার হয়েই এসেছে এটা আমি জানি ব্যক্তিগতভাবে”। “পরে ক্যারিয়ারের কারণে ও মিডল অর্ডারে চলে এসেছে। অবশ্যই ও মিডল অর্ডারের
একজন ব্যাটার, ওপেন করাটা সবসময় চ্যালেঞ্জিং ব্যাপার। আমি জানি না ও নিজেকে কতটা প্রস্তুত করতে পারবে। কিন্তু ওর অভিজ্ঞতাটা কাজে লাগবে। যদি দরকার হয় মুশফিক ও অন্যরাও আছে।”