যে কারনে সল্পতেই অল আউট টিম ইন্ডিয়া

সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত।তব্র কি এই সিদ্ধান্ত ভুল হয়ে গেল ভারতীয় দলের এমনটাই মনে হওয়া স্বাভাবিক যদি কেউ ভারত বনাম অস্ট্রেলিয়ার

তৃতীয় টেস্টের প্রথম দিনের প্রথম এক ঘণ্টার পর স্কোরের খোঁজ নেন তবে তিনি বুঝতে পারবে কি হয়ছেইল এই ম্যাচে৷ দুই অজি স্পিনার ন্যাথান লিঁও এবং ম্যাথু কুহেনম্যান একেবারে নাকে

দড়ি দিয়ে ঘোরাচ্ছে ইনদওরে৷ প্রথম দিনের ড্রিংক্সের মধ্যেই পাঁচ উইকেট খুইয়েছে ভারত৷ অজি দলের স্পিনের ভাল প্লেয়াররা একে একে ফিরে গেছেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান

রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা ও শ্রেয়স আইয়ার৷ এদের স্কোর যথাক্রমে ১২, ২১, ১,৪, ০৷ লিঁও ও কুহেনম্যান ২ টি করে উইকেট নিয়েছেন৷ দলের অধিনায়ক

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল এবং স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ইনদওরের হোলকার স্টেডিয়ামে আজ তৃতীয় টেস্ট খেলতে নামল৷ বর্ডার গাভসকর ট্রফির ৪ ম্যাচের

মধ্যে ইতিমধ্যেই ২টি টেস্ট জিতে ভারত ২-০ এগিয়ে রয়েছে৷ বুধবারও ভারতীয় দল টসে জিতেছে৷ টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন৷ এদিকে দলের প্রথম

একাদশে জায়গা হয়নি দক্ষিণ আফ্রিকা সিরিজের অধিনায়ক তথা ওপেনার কেএল রাহুুলের৷ তাঁর বদলে দলে জায়গা করে নিয়েছেন টিমের তরুণ তুর্কি শুভমান গিল৷ এদিকে মহম্মদ শামির

বদলে রয়েছেন উমেশ যাদব৷ ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের দল -শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবিন্দর জাদেজা,

কেএস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, মহম্মদ সিরাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *