




ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও শেষ। টিম হোটেলে ফিরে গেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আগামীকাল (বুধবার) থেকে শুরু প্রিমিয়ার লিগ। এখন তাদের মনোযোগ দিতে হবে তাতে।১৫ মার্চ থেকে শুরু





হতে যাওয়া ঢাকার ক্লাব ক্রিকেটের ৫০ ওভারের আসরের প্রথম রাউন্ড খেলার অনুমতি আছে জাতীয় দলের সব ক্রিকেটারের। ধারণা করা হচ্ছে, আগামী ১৮ মার্চ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নামার আগে ১৫ ও ১৬





মার্চ নিজ নিজ ক্লাবের হয়ে খেলবেন প্রায় সবাই। তবে একজনকে নিয়ে আছে সংশয়। তিনি আর কেউ নন, সাকিব আল হাসান।মঙ্গলবার (১৪ মার্চ) শেরে বাংলায় ইংল্যান্ডকে তুলোধুনো করা মিশন শেষ করে কয়েক ঘণ্টা পর দুবাইয়ের বিমানে





চড়েছেন বাংলাদেশের শীর্ষ তারকা। আজ মঙ্গলবার দিনগত রাত ১টায় ফ্লাইট ধরেছেন সাকিব।জানা গেছে, দুবাইতে এক স্বর্ণের দোকানের উদ্বোধন করবেন সাকিব। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, সাকিবের সঙ্গে দুবাইতে স্বর্ণের দোকানের





উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হিরো আলমও।এদিকে সাকিবের খুব কাছের সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশ টি-টোয়েন্টি ক্যাপ্টেন আগামীকাল ওই স্বর্ণের দোকানের উদ্বোধন করে রাতের ফ্লাইটেই দেশে ফিরে আসবেন।