ঢাকা: অল্প রানের পুঁজি নিয়েই ম্যাচ জিতল বরিশাল। টানটান উত্তেজনাকর ম্যাচে দলকে জেতাতে পারলেন না মুশফিকুর রহিম।
এই সময়টাতে আসলেই কেন জানি খেই হারিয়ে ফেলেন মুশফিক। ১৯তম ওভারেই তিনটি উইকেট হারিয়ে বসে খুলনা। ১২৪ রানে অল-আউট হয়ে যাওয়ায় ১৭ রানে জয় পায় ফরচুন বরিশাল।
এর মধ্য দিয়ে জয়ের ধারায় ফিরল বরিশাল। আগের ম্যাচেই কুমিল্লার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল সাকিবের দল। লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই মুজিব উর রহমানের শিকার ফ্লেচার ও সৌম্য সরকার। দ্বিতীয় উইকেটে ৩৬ বলে ৩১ রানের জুটি গড়েন রনি তালুকদার ও শেখ মেহেদী হাসান। মেহেদীকে শিকার করে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে দেড়শ উইকেট শিকারের রেকর্ড গড়েন সাকিব আল হাসান।
মেহেদীর বিদায়ের পরের ওভারেই বিতর্কিত আউটে সাজঘরে ফেরেন রনি। ১৫ বলে ১৪ রান করেন তিনি। চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়ে খুলনা লড়াইয়ে রাখেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বি। ২০ বলে ২৩ রান করে ইয়াসির বোল্ড হন মেহেদী হাসান রানার বলে। ৮৬ রানে ৪ উইকেট হারায় খুলনা।
থিসারা পেরেরা নেমেই ঝড় তুলেন। মুশফিকের সাথে জুটিতে যোগ করেন ১২ বলে ২২ রান। ১ চার ও ২ ছক্কায় পেরেরা ৯ বলে ১৯ রান করেন। রানার ১৯তম ওভারেই ফরহাদ রেজা, শরিফউল্লাহ ও মুশফিকের উইকেট শিকার করে ম্যাচ জেতে বরিশাল। বলা যায় গেইলের রানের পর রানার ঘূর্ণিতেই এ জয় পেয়েছে বরিশাল। রানা ৩ ওভার বল করে ১৭ রান