সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে লড়াই করছে এশিয়ান জায়ান্টরা। একই সঙ্গে লড়াই হচ্ছে টি-টোয়েন্টির ব্যাটসম্যান র্যাংকিংয়ের শীর্ষস্থান নিয়ে। এক নম্বরে থাকা বাবর আজম এশিয়া কাপে যে ফর্মে আছেন, তাতে এই জায়গাটি






হারানোর আশঙ্কায় পাকিস্তান অধিনায়ক। এবং এটি দখলের লড়াইয়ে আছেন বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান ও ভারতের ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।বুধবার প্রকাশিত হবে সাপ্তাহিক হালনাগাদ করা র্যাংকিং তালিকা। জানা যাবে, বাবরই থাকছেন






নাকি এক হাজারেরও বেশি দিন তার দখলে থাকা চূড়ায় বসতে যাচ্ছেন রিজওয়ান কিংবা সূর্যকুমার। দুজনের চাপে পড়লেও গত সপ্তাহ পর্যন্ত শীর্ষেই ছিলেন বাবর।কিন্তু এরপর থেকে পাকিস্তান অধিনায়কের ব্যাটে নেই রান, অন্যদিকে রিজওয়ান ও






সূর্যকুমার ব্যাট হাতে দুর্দান্ত। তাতে নতুন সপ্তাহের র্যাংকিংয়ে বাবর শীর্ষস্থান হারালেও অবাক হওয়ার কিছু থাকবে না।রিজওয়ান ১৯২ রান করে এখন পর্যন্ত এশিয়া কাপের সেরা ব্যাটসম্যান। তিন ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি তার হংকং ও ভারতের






বিপক্ষে। টুর্নামেন্টে রোহিত শর্মাদের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও ৪৩ রানের একটি উল্লেখযোগ্য ইনিংস খেলেন তিনি।অন্যদিকে সূর্যকুমার হংকংয়ের বিপক্ষে নজরকাড়া ইনিংস খেলেন। ২৬ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন তিনি। অবশ্য
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ খেলে তার রান ১৮ ও ১৩।এই দুজন ফর্মে থাকলেও শীর্ষেই থাকতে পারতেন বাবর। কিন্তু সেরা সময়ে নেই তিনি। এশিয়া কাপে তিন ম্যাচে ১০, ৯ ও ১৪ রান করেছেন।বর্তমানে বাবর ৮১০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ ব্যাটসম্যান
বাবর। রিজওয়ানের পয়েন্ট ৭৯৬ ও সূর্যকুমারের ৭৯২।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই শীর্ষস্থান কেড়ে নেওয়ার খুব কাছে ছিলেন সূর্যকুমার। ১৩৫ রান করে সিরিজের সেরা ব্যাটসম্যান ছিলেন, কিন্তু শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ায় বাবরকে টপকানো হয়নি।