




রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজামা এবং পিএসজি তারকা লিওনেল মেসির মধ্যে যেন যুদ্ধ লেগেছে। আর এই যুদ্ধের কারণটা অবশ্য ফিফা বর্ষসেরা পুরষ্কার নিয়ে। ২০২২ ফিফা বর্ষসেরা পুরষ্কার





জিতেছে লিওনেল মেসি। মূলত বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফর্ম করার কারণেই মেসির হাতে উঠেছে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার। অবশ্য এটা নিয়ে অনেকেই সমালোচনা





করছে। ফুটবলে ভদ্র খেলোয়াড় হিসেবে পরিচিত করিম বেনজামাও যেন মেনে নিতে পারেনি মেসির এই সেরা হওয়ার বিষয়টি। করিম বেনজামা নিজের ইনস্টগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট





শেয়ার করেছিলেন। সেই পোষ্টে ২০২২ সালে করিম বেনজামার সমস্ত অর্জনের কথাগুলো উল্লেখ করা ছিল। এরপরই নিজের ইনস্টগ্রাম অ্যাকাউন্ট থেকে যেন বেনজামার সেই পোস্টের





জবাব দেন লিওনেল মেসি। তিনি বিশ্বকাপ শিরোপার ছবি আপলোড দেন। বুঝাই যাচ্ছে, লড়াইটা বেশ জমেছে। এখন দেখার বিষয়, এই যুদ্ধ সামনে এগিয়ে যায় কিনা।