




পাকিস্তান সুপার লিগ পিএসএলে এবার রীতিমত রানের বন্যা হচ্ছে। ২০০ রান করেও এখানে জয়ের কোন গ্যারান্টি নেই। আর ব্যাটসম্যানদের জন্য তো পুরোপুরি যেন উৎসব।পাকিস্তান সুপার লিগে আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে কোয়েটা এবং





মুলতান সুলতান। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে তান্ডব চালাচ্ছে মুলতান সুলতানের দুই ওপেনার উসমান এবং মোহাম্মদ রিজওয়ান।দুজনেই এমন তান্ডব চালাচ্ছেন যে ১০ ওভারের আগেই দলীয় রাত ১৫০ ছাড়িয়ে যায়। এরমধ্যে সেঞ্চুরি





করেছেন উসমান খান। সেটাও পিএসএলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি।মাত্র ৩৬ বলে ১১টি চার এবং ৭টি ছক্কায় সেঞ্চুরি করেন উসমান খান। ১০ ওভার শেষে উসমান খান ৪৩ বলে ১২০ এবং রিজওয়ান ১৭ বলে ৩৪ রানে অপরাজিত আছেন।