





কাতার বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে রোনালদোকে ছাড়াই সুইজারল্যান্ডকে ৬-১ গোলে বিধ্বস্ত করে পর্তুগাল। সুইসদের বিপক্ষে বড় জয় তুলে নিলেও রোনালদোকে শুরুর একাদশে না






রাখায় প্রশ্নবানে জর্জরিত হন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। ম্যাচ শেষে সান্তোস জানান, কৌশলগত কারণেই সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে রাখা হয়নি এই তারকা ফুটবলারকে।






খবর : গোল ডটকম ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সান্তোস বলেন, ‘ইতিমধ্যেও এ ব্যাপারে আগে ব্যাখ্যা দিয়েছি। তাই আবার ব্যাখ্যা দিতে চাচ্ছি না। দলের প্রত্যেকেই ভিন্ন ধরনের খেলোয়াড়। রোনালদোকে






বেঞ্চে রাখার সিদ্ধান্তটা ছিল ম্যাচের কৌশলগত।’ সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোর শুরুর একাদশে না থাকা নিয়ে অনেকেই ধারণা করেছিল হয়তো কোচের সাথে মনোমালিন্যের কারণে একাদশ






থেকে জায়গা হারিয়েছেন তিনি। তবে কোচ সান্তোস সাফ জানিয়ে দিয়েছেন, রোনালদোর সঙ্গে তার কোনো ঝামেলা নেই। তিনি বলেন, ‘রোনালদোর সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। অনেক দিন






ধরেই আমরা একে অপরকে খুব ভালো করে চিনি এবং আমাদের সম্পর্ক ভালো। রোনালদো এখনো দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। আর অধিনায়ক হিসেবে সে দুর্দান্ত উদাহরণ স্থাপন করেছে।’






রোনালদো একাদশে না থাকলেও বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল। তারকা এই ফুটবলার পরিবর্তে একাদশে জায়গা পাওয়া রামোস সুযোগ পেয়েই গড়েছেন রেকর্ড। বিশ্বকাপে দেশের হয়ে






সর্ব কনিষ্ঠ গোলদাতা এবং বিশ্বকাপের দ্বিতীয় সর্ব কনিষ্ঠ হ্যাটট্রিককারী হয়েছেন ২১ বছর বয়সী এই স্ট্রাইকার।