




এবারের ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেছেন সাবেক বার্সালোনা ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। করিম বেনজামা এবং কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়ের





খেতাব জিতে নিয়েছেন। ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার জেতা লিওনেল মেসি পয়েন্ট পেয়েছে ৫২। তিনি দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পের থেকে ৮ পয়েন্ট এগিয়ে থেকে সেরা হয়েছেন।





তৃতীয় স্থানে থাকা করিম বেনজামার পয়েন্ট ৩৪। ৩০ এর উপরে আর কোন ফুটবলারের পয়েন্ট নেই। চতুর্থ স্থানে আছেন মড্রিচ যার পয়েন্ট ২৮। আপনার যৌন শক্তি ফিরে পান! ৫ম





স্থানে আছেন হালান্ড। এই তারকার পয়েন্ট ২৪। সেনেগালের সাদিও মানে ১৯ পয়েন্ট নিয়ে আছেন তালিকার ৬ষ্ঠ স্থানে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে চমক দেখানো আলভারেজ পেয়েছে





১৭ পয়েন্ট। মরক্কোর হাকিমির পয়েন্ট ১৫। নেইমারের পয়েন্ট ১৩ এবং ভিনিসিয়াস জুনিয়রের পয়েন্ট ১০।