





বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের আসরে টানা ৫টি ম্যাচ জেতার পর অবশেষে হারের স্বাদ পেল সিলেট স্ট্রাইকার্স। আজকে কুমিল্লার বিপক্ষে তারা হারের স্বাদ পেয়েছে। বিপিএলে আগে যে






পাঁচটি ম্যাচে টানা জিতেছিল, সেই পাঁচটি ম্যাচের মধ্যে কুমিল্লার সঙ্গেও জিতেছিল সিলেট। কিন্তু ফিরতি রাউন্ডে হারের তিক্ত অভিজ্ঞতা হল সিলেটিদের। আজকের এই ম্যাচজে কুমিল্লার জয়ের সম্ভাবনা






তৈরি হয়ে গিয়েছিল মূলত সিলেটের ব্যাটিংয়ের পরই। মাত্র ১৩৩ রান করেছিল তারা। সেটাও অবশ্য সম্ভব হয়েছিল থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিমের ব্যাটিংয়ের কল্যানে। মাত্র ৫৩ রানেই ৫টি






উইকেটের পতন ঘটেছিল সিলেটের। এরপর জুটি বাধেন ইমাদ ওয়াসিম এবং থিসারা পেরেরা। তারা দুজনে অবিচ্ছিন্ন থেকে সিলেটকে ১৩৩ রানে পৌছে দেন। ইমাদ ওয়াসিম করেন ৪০ রান এবং থিসারা






পেরেরা করেন ৪৩ রান। জবাবে ব্যাটিং করতে নেমে লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথ সহজ হয়ে যায় কুমিল্লার। শেষ পর্যন্ত তারা জয় পায় ১৯ ওভারে ৫ উইকেট হাতে রেখে। ম্যাচে






রিজওয়ানের সঙ্গে ৫৭ রানের ওপেনিং জুটি গড়েন লিটন। ১৫ রান করে রিজওয়ানের বিদায়ের পর ইমরুল কায়েসের সঙ্গে জুটি বাধেন লিটন। দলিয় ৮৩ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রান করে ইমরুল






বিদায় নিলে ভাঙে এই জুটি। তবে লিটন দাসের দুর্দান্ত ব্যাটিং থামে দলীয় ১১১ রানে। ব্যক্তিগত ৭০ রান করে এই ব্যাটসম্যান আউট হন। এরপর মাশরাফির ঝলকে এক ওভারেই দুই উইকেট হারায় কুমিল্লা।






খুশদিল ও জাকের আলী আউট হয়ে যায়। বল এবং রানের ব্যবধানও কমিয়ে আনে সিলেট। কিন্তু শেষ রক্ষা হয়নি। চার্লসের অপরাজিত ১৮ ও মোসাদ্দেকের ৫ রানের কল্যানে এক ওভার হাতে রেখেই জয় পায় কুমিল্লা।