




বাংলাদেশের ক্রিকেটের দুই সুপারস্টার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে বিরো’ধের খবর এখন প্রকাশ্য। তাদের মাঝে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ভালো যাচ্ছে না। যার প্রভাব





পড়ছে দলে। বি সিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এ দুই তারকার বিরোধ মেটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হন। এর মাঝেই ভাইরাল হলো সাকিব আল হাসানের পুরনো একটা





ফেসবুক পোস্ট। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া নাজমুল হাসান পাপনের বিস্ফো’রক সাক্ষাৎকার প্রকাশের পর দেশের ক্রিকেটাঙ্গনে আলোচনার শীর্ষে সাকিব-তামিমের





বিরোধ। বাংলাদেশের ক্রিকেটে সাকিব-তামিম একসময় ‘বন্ধু’ হিসেবে পরিচিত ছিলেন। পরে অজানা কারণে তারা শত্রু হয়ে যান। বিষয়টি নিয়ে ক্রিকবাজকে বিসিবি স’ভাপতি বলেছেন,





‘এই ড্রেসিংরুম স্বাস্থ্যকর নয়, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই ব্যাপারটা… (সাকিব-তামিমের বিরোধ) এটা এমন নয় যে আমি মিটমাট করার চেষ্টা করি’নি। আমি দুজনের সঙ্গেই কথা





বলে বুঝতে পারি, এই সমস্যার (সাকিব-তামিমের বিরোধ) সমাধান করা এই মুহূর্তে এত সহজ নয়। এটা আমার পর্যবেক্ষণ।’ এর পরই শনিবার সন্ধ্যায় ভাইরাল হয় সাকিব আল হাসানের





ভেরিফায়েড পেজের একটি পোস্ট, যেটা ২০১১ সালের। পোস্টে যুক্ত করা ছবিতে দেখা যাচ্ছে, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল হ্যান্ডশেক করছেন। দুজনের মুখ হাস্যোজ্জ্বল।





ক্যাপশনে লেখা আছে, ‘সাকিব তার বেস্ট ফ্রেন্ড তামিম ইকবালের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত শে’য়ার করেছেন।’ পোস্টের কমেন্টে অনেক ভক্তই নতুন করে লিখছেন, ‘এই বন্ধুত্ব আবার আমরা





দেখতে চাই।’ আরেকজন লিখেছেন, ‘আমরা চাই এই দুই সেরা ক্রিকেটার আবারও হাত মেলাবেন।’ সাকিব আর তামিম কি দেখছেন ভক্তদের ম’ন্তব্যগুলো?