




একদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ। তার আগে আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর বলছেন তাদের জন্য হুমকি বাংলাদেশের স্পিন। তবে ব্যাটে-বলে পারফর্মার সাকিব আল হাসান যে পরীক্ষা নিতে পারে সেটাই





তুলে ধরলেন সবার আগে।পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসা আয়ারল্যান্ড শুরুতে পাচ্ছে ওয়ানডে। তিন ম্যাচ সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৮ মার্চ প্রথম ম্যাচ সামনে রেখে আজ (১৬ মার্চ) অনলাইন সংবাদ





সম্মেলনে কথা বলেন আইরিশ ব্যাটার টেক্টর।বাংলাদেশে খেলতে আসলে স্পিন চ্যালেঞ্জ নিয়েই ভাবতে হয় প্রতিপক্ষগুলোকে। সেটাই ভাবাচ্ছে আয়ারল্যান্ডকে।সিরিজে নিজেদের হুমকি নিয়ে জানাতে গিয়ে টেক্টর যেমনটা বলছিলেন, ‘এখানে





অনেকেই আছে। তবে সবার আগেতো সাকিব, কারণ সে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো।তবে এটা কঠিন নির্দিষ্ট কাউকে বেছে নেওয়া (হুমকি হিসেবে)। কিন্তু আমাদের জন্য মূল বিষয় হল বাংলাদেশকে হারাতে হলে আমাদের সেরাটা





খেলতে হবে। তারা দুর্দান্ত ক্রিকেট খেলছে। স্পিনাররা খুব ভালো করছে।’‘মাঠে তারা অনেক ভালো, তাদের বেশ কয়েকজন ইনফর্ম ব্যাটার আছে।তবে আমি মনে করি তাদের স্পিনাররাই আমাদের জন্য বেশ হুমকি হবে। আসলে নির্ভর





করছে কাদের নিয়ে তারা মাঠে নামবে। সাকিবতো থাকছেই, নাসুম, মিরাজ আসতে পারে। তো আমি মনে করি আমাদের বড় চ্যালেঞ্জ হবে ব্যাটিং বিভাগ।’উল্লেখ্য, ১৮, ২০ ও ২৩ মার্চ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামে হবে তিনটি টি-টোয়েন্টি। একমাত্র টেস্ট ম্যাচ ঢাকায় শুরু হবে ৪ এপ্রিল।