গতকাল ২৭ আগস্ট শুরু হয় এবারের এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শ্রীলংকা এবং আফগানিস্তান। এই ম্যাচ শ্রীলঙ্কা বিশাল ব্যবধানে হারে আফগানিস্তানের কাছে। আজ ২৮ আগস্ট আসরের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি






হয়েছেন পাকিস্তান।ক্রিকেট ইতিহাসে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মাঠে নামবে। ইতিমধ্যে শেষ হয়েছে এই ম্যাচের টস। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সুতরাং পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে নেমেছে। ম্যাচটি শুরু






হয়েছে বাংলাদেশ সময় রাত 8 টায়।এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোরঃ পাকিস্তান ২.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫ রান সংগ্রহ করেন। বাবর আজম কে আউট করে ভারত পাকিস্তানের প্রথম উইকেট তুলে নেন। বাবর আজম ৯ বলে ১০ রান সংগ্রহ করেন।