বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইনিংসের শুরুতেই চাপে জুনিয়র টাইগাররা। উদ্বোধনী ব্যাটসম্যান মাহফিজুল শুরুতেই বিদায় নিয়েছেন। টাইগারদের স্কোর ৩/১।
দুই দলের সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে ভারত এগিয়ে। সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটি জিতেছে ভারত, বাংলাদেশের জয় একটি। একটি ম্যাচের ফল হয়নি।
বাংলাদেশ সর্বশেষ ভারতের অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছিল গত ৩১ ডিসেম্বর, এশিয়া কাপের সেমিফাইনালে। সেই ম্যাচে ১০৩ রানের বড় ব্যবধানে হারে টাইগার যুবারা।
তবে যুব বিশ্বকাপের সর্বশেষ আসরে এই ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের মতো মঞ্চে যেটি হতে পারে আত্মবিশ্বাসের বড় টনিক।