এশিয়া কাপের চলমান ১৫তম আসরের ১০ম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি আফগানিস্তান ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।






সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয় শ্রীলংকা। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে দেয় পাকিস্তান। মঙ্গলবার সুপার ফোরের তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের একিবারে শেষ প্রান্তে রেকর্ড ৭ আসরের শিরোপা জয়ী ভারত।






আজকের ম্যাচে পাকিস্তান জয় পেলে সোজা ফাইনালে চলে যাবে। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে বাবর আজমরা পাবে শ্রীলংকাকে। তবে আজ আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান যদি হেরে যায় এবং পরের ম্যাচেও পাকিস্তান যদি শ্রীলংকার বিপক্ষে হারে তখন ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের পয়েন্ট সমান ২ হবে।
তখন রান রেটে এগিয়ে থেকে ফাইনালে চলে যেতে পারে ভারত। মূলত এই সমীকরণেই এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে খেলার কিঞ্চিত আশা দেখছে ভারত।