ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা লিটন কুমার দাস হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে চলে গেছেন। তাকে ছাড়া এশিয়া কাপের দল গঠনে বিপদেই পড়তে হয়েছিল নির্বাচকদের। ‘গ্রেড টু মাসল






স্ট্রেইন’-এ আক্রান্ত এই স্টাইলিশ ওপেনার এখন চোট থেকে সেরে উঠেছেন। শুরু হয়েছে তার পুনর্বাসন প্রক্রিয়া। ফেসবুকে জিম সেশনের ছবি দিয়ে লিটন নিজেই জানিয়েছেন এই সুখবর।






সদ্যঃসমাপ্ত জিম্বাবুয়ে সফরের প্রথম ওয়ানডেতে তার ডান পায়ের পেশিতে টান লেগেছিল। সে সময় তিনি ৮১* রানে ব্যাট করছিলেন। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, লিটন আর উঠে দাঁড়াতে






পারেননি। তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। পরে আর মাঠে ফিরতে পারেননি। সফরের মাঝপথে ফিরে আসেন দেশে। এরপর তার আরেক দফা এমআরআই করানো হয়। বিসিবির ফিজিও






বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে জিমে ফেরার দিনে সোশ্যাল সাইটে ছবি পোস্ট করে লিটন লিখেছেন, ‘এই শুরু হলো আমার অন্য ভ্রমণ’। লিটনের এই ‘অন্য ভ্রমণ’ বা পুনর্বাসন প্রক্রিয়া যত তাড়াতাড়ি






শেষ হবে, দেশের ক্রিকেটের জন্য ততই মঙ্গল। তবে লিটনের মাঠে ফিরতে ছয় সপ্তাহ লেগে যেতে পারে বলে মনে করছেন বায়েজিদুল ইসলাম।