বাংলাদেশ ক্রিকেটে শুধু চারিদিকে শুধু পরিবর্তন আর পরিবর্তনের কথা। গত টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার পর থেকেই টি-২০ দলে নানা পরিবর্তনের কথা বলে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভিন্ন






সিরিজে নানা পরীক্ষা-নিরীক্ষা হলেও শেষ পর্যন্ত ব্যর্থই হয়েছে টিম টাইগার। শেষ পর্যন্ত আবারও নানা পরিবর্তনের কথা বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। নিয়োগ






দেওয়া হয়েছে টি-টোয়েন্টির জন্য আলাদা কোচও। কিন্তু নতুন অধিনায়ক সাকিব আল হাসান মনে করছেন এক দুই দিনে পরিবর্তন সম্ভব না। এমন ভেবে থাকলে বোকার রাজ্যেই বাস করছেন সে। আজ






এই এক অনুষ্ঠানে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব বলেন, “আমার কাছে কোন লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে যেয়ে যেন আমরা ভালো করতে পারি। তার প্রস্তুতি হিসেবে






এগুলো। আমি যদি মনে করি যে একদিন, দুদিনে সবকিছু বদলে দিতে পারব কিংবা অন্য কেউ এসে বদলে দিবে তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি।” এখনই এশিয়া কাপে উন্নতি করা






সম্ভব নয় বলে জানিয়েছেন সাকিব আল হাসান। তবে তুমি যা নিয়েছেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে উন্নতি আসতে পারে। “যদি বাস্তবিক চিন্তা করেন, তাহলে তিন মাস পর যখন আমরা
বিশ্বকাপ খেলব, একটা যদি উন্নতি দেখতে পারেন দল থেকে। ওটাই আমাদের আসল উন্নতি।” সাকিব আরো বলেন, “দেখুন এমন একটা সংস্করণ যেখানে আমরা বোধহয় প্রথম খেলি ২০০৬ সালে৷
এরপর থেকে এখন পর্যন্ত খুব বেশি একটা ভালো ফল নেই, শুধু এশিয়া কাপে ফাইনাল বাদে। সে জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আছি এই সংস্করণে। তাই আমাদের নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই।”