ইন্ডিয়া মহারাজাসকে এবার হারিয়ে দিল এশিয়া লায়ন্স। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের নেতৃত্বাধীন ওই দলে রয়েছেন সাবেক স্পিডস্টার শোয়েব আখতার ও বাংলাদেশের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিক এশিয়ার বিভিন্ন
তারকা।সোমবার প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯৩ রান করে এশিয়া লায়ন্স। দলের পক্ষে ঝড়ো হাফ-সেঞ্চুরি করেন আসগর আফগান ও উপুল থারাঙ্গা। মাত্র ২৮ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন আসগর আফগান। তার ইনিংসটি ছিল ৪টি
চার ও ৭টি ছক্কায় সাজানো। শ্রীলংকার তারকা ব্যাটসম্যান উপুল থারাঙ্গা করেন ৪৫ বলে ৭২ রান। তার ইনিংসটি ছিল ৭টি চার ও ৪টি ছক্কায় সাজানো।১৯৪ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৭ রান করতে সমর্থ
হয় ইন্ডিয়া মহারাজাস। ৩৬ রানের ব্যবধানে ম্যাচ জেতে এশিয়া। ইন্ডিয়ার হয়ে জাফর ৩৫, গনি অপরাজিত ৩৫, বিনি ২৫ ও ইউসুফ পাঠান ২১ রান করেন। ২ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন আসগর আফগান।
এছাড়াও বাংলাদেশের কিংবদন্তি মোহাম্মদ রফিক ও শ্রীলংকার নুয়ান কুলাসেকারা দুটি করে উইকেট শিকার করেন। আর শোয়েব আখতার দুই ওভারে মাত্র ১১ রান দিয়ে ১টি উইকেট দখল করেন।ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আফগান তারকা আসগর আফগান।