শ্রীলঙ্কার বোলিং তোপে চাপে পড়েছে পাকিস্তান। ৬৮ রান থেকে ৯৫ রানে যেতে তারা হারিয়েছে পাঁচ-পাঁচটি উইকেট। ১৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৯৫ রান।টস হেরে ব্যাট করছে পাকিস্তান। ১০ ওভার শেষে তাদের রান দাঁড়িয়েছে ২ উইকেটে ৬৬। ২৮ রানে ফিরেন রিজওয়ান।






আর ৬৩ রানের মাথায় চামিকা করুণারত্নের বলে আউট হন ফখর জামান। তিনি ১৮ বলে ১৩ রান করে যান। বাবর ২৯ ও ইফতিখার ১ রানে ব্যাট করছেন।শুরুতেই ফিরেছেন রিজওয়ান, পাওয়ার প্লে-তে ৪৯ তুললো পাকিস্তান: টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান।






দলীয় ২৮ রানের সময় প্রমোদ মাদুশানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন এশিয়া কাপে দারুণ খেলা মোহাম্মদ রিজওয়ান। তিনি ১৪ বল খেলে ১৪ রান করে যান। রিজওয়ান ফিরলেও পাওয়ার প্লে-এর ৬ ওভারে পাকিস্তান তোলে ৪৯ রান।শেষ পর্যন্ত ১৯ ওভার ১ বলে পাকিস্তানের সংগ্রহ ১০ উইকেট হারিয়ে ১২১ রান।