সংবাদ সম্মেলন নিয়ে শুরু হয়েছে বিসিবির নতুন নাটক

আগামী ১ মার্চ থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ প্রথম ম্যাচ শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর মাঠে

গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাঘ-সিংহের এই সিরিজের টাইটেল স্পন্সর কে হচ্ছে-ডিটারজেন্ট পাওডার ‘মিস্টার হোয়াইট’ নাকি মধুমতি ব্যাংক? গতকাল থেকেই এমন গুঞ্জন চলছে

ক্রিকেট পাড়ায়। আজ ২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সীমিত ওভারের এই সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু তা সম্ভব

হয়ে অঠেনি। এজন্য সকাল থেকেই শের-ই বাংলা স্টেডিয়ামের কনফারেন্স হলে উপস্থিত ছিলেন সাংবাদিকরা। কিন্তু সময় গড়িয়ে দুপুর ১২টা পেরিয়ে গেলেও টাইটেল স্পন্সরের সেই সংবাদ

সম্মেলন আর অনুষ্ঠিত হয়নি। পরে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন প্রেস কনফারেন্স হলে এসে জানালেন, আজকের নির্ধারিত সংবাদ সম্মেলন হবে না। কেন হবে না? জানতে চাওয়ার

আগেই তিনি বাইরে চলে গেলেন। এর ৫-৭ মিনিট পর আবার প্রেস কনফারেন্স কক্ষে এলেন বিসিবি সিইও। এবার তিনি আর দাঁড়িয়ে কথা বললেন না, গিয়ে বসলেন মঞ্চে। বললেন, আজ টাইটেল

স্পন্সরের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন হচ্ছে না। কারণ, সম্ভাব্য টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান নিজেরা তৈরি না। বিসিবি সিইও আরও জানালেন, আগামীকাল ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার একই সময় মানে

সকাল সাড়ে ১১টায় টাইটেল স্পন্সরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *