সকল জল্পনা-কল্পনার পর বাংলাদেশ সফরের জন্য চূড়ান্ত দল ঘোষণা করলো পাকিস্তান

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দল। আজ রবিবার (১৯ মার্চ) এই সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বছরেও পাকিস্তান যুব দলের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল বাংলাদেশ।

এবারও পূর্ণাঙ্গ সিরিজই খেলবে দুই দল। যেখানে একটি চার দিনের ম্যাচের সঙ্গে পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা।এপ্রিলের শেষ দিকে বাংলাদেশে আসবে পাকিস্তানের যুবারা।৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর

আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চারদিনের ম্যাচ খেলবে এই দুই দল। ৬ ও ৮ মে চট্টগ্রামে হবে সিরিজের প্রথম দুই একদিনের ম্যাচ। এরপর রাজশাহীতে যাবে তারা। যেখানে শেষ তিন একদিনের ম্যাচ ও একমাত্র টি-টোয়েন্টি হবে।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: সাদ বাগ, আলী আসফান্ড, আহমেদ হোসেন, আইমাল খান, আমির হোসেন, আরাফাত মিনহাস, আযান আওয়াইজ, হামজা নওয়াজ, মোহাম্মদ ইবতিসাম, মোহাম্মদ ইসমাইল,

মোহাম্মদ তাহির, মোহাম্মদ তাইয়্যেব আরিফ, ওবাইদ শহিদ, সাজ্জাদ আলী, শাহজাইব খান, শ্যামল হোসেন ও ওয়াহাজ রিয়াজ। রিজার্ভ ক্রিকেটার: আবিদুল্লাহ, ইকরামুল তারিন, মুহাম্মদ জুলকিফাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *