সকল জল্পনা কল্পনার শেষে, দীর্ঘ ৭ বছন পর যেন খুললো ভর্গের চাকা জাকিরের পরিবর্তে ওয়ানডে স্কোয়াডে রনি তালুকদার!

অনুশীলনে চোট পেয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানোদে সিরিজ শেষ প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া জাকির হাসানের। তার জায়গায় ওয়ানডে স্কোয়াডে ঢুকছেন রনি তালুকদার।
৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ

দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয় রনির। ডানহাতি এই ব্যাটার বিপিএলে দুর্দান্ত ফর্মের পুরষ্কার পেয়েছেন।এবার জাকিরের চোটে প্রথমবারের মতো ডাক পেতে যাচ্ছেন ওয়ানডে স্কোয়াডেও। ডেইলি ক্রিকেটকে নিশ্চিত করেছে বিসিবি সূত্র।

ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে রান করেছেন যথাক্রমে ১৪ বলে ২১, ১৪ বলে ৯ ও ২২ বলে ২৪। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে আজ (১৬ মার্চ) মোহামেডানের হয়ে খেলতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে করেছেন ৬১ বলে ৮০ রান।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে আজ সকালেই সিলেট গিয়েছে বাংলাদেশ। দুপুরে নেমে পড়ে অনুশীলনেও।১২ টা নাগাদ সিলেটে পৌঁছে দুপুর দুইটার ঐচ্ছিক অনুশীলনে যোগ দেন বেশিরভাগ ক্রিকেটার। সেখানেই নেটে অনুশীলন করতে

গিয়ে হাতে চোট পেয়েছেন কিপার ব্যাটার জাকির হাসান।নেটে পেস বোলারের বিপক্ষে নিজেকে ঝালিয়ে নেওয়ার কাজ করছিলেন এই বাঁহাতি। সেখানেই আঙুলে চোট পেয়ে তাকে অনুশীলন বন্ধ করতে হয়েছে। আঙুলের এই চোটে তাকে সিরিজ থেকেই

ছিটকে যেতে হচ্ছে। পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে অন্তত তিন সপ্তাহ।১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইরিশদের বিপক্ষে ওয়ানডে ম্যাচ তিনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *