এই ৩ দলের মধ্যে শুধু ডিফেন্ডিং রানার-আপ বাংলাদেশেরই আছে ফাইনাল খেলার অভিজ্ঞতা। টাইগাররা এশিয়া কাপে ৩ বার রানার-আপ হয়েছে, যার ৩টিই সর্বশেষ ৪ আসরে। দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ ক্রিকেট।আর মাত্র ১ দিন পর,






আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। আর এবারের আসরে নতুন কোনো দলের হাতে শিরোপা দেখতে চান বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান, যে দলের হাতে আগে এশিয়া কাপের কোনো ট্রফি






উঠেনি। এখন পর্যন্ত এশিয়া কাপের ১৪টি আসর মাঠে গড়িয়েছে। তাতে শিরোপার দেখা পেয়েছে তিনটি দল- ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান। এর মধ্যে ভারত শিরোপা জিতেছে সর্বোচ্চ ৭ বার।এছাড়া শ্রীলঙ্কা ৫ বার ও পাকিস্তান ২ বার এশিয়া কাপ জিতেছে।






এবারের আসরে এই ৩ দল ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের চাওয়া, এই ৩ দলের কারও হাতে উঠুক এশিয়া কাপের শিরোপা। আবুধাবি টি-টেন লিগের






আইকন ক্রিকেটার হিসেবে সংবাদ সম্মেলনে এশিয়া কাপ বিষয়ক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এশিয়া কাপ নিয়ে তেমন কিছু বলার নেই।যেটা বললাম, নতুন কোনো দল যদি চ্যাম্পিয়ন হতে পারে, খারাপ কী? টি-টোয়েন্টি ফরম্যাটে এটা হতেই
পারে, অস্বাভাবিক কিছু না। সেটা হলে খুবই খুশি হবো।’ এই ৩ দলের মধ্যে শুধু ডিফেন্ডিং রানার-আপ বাংলাদেশেরই আছে ফাইনাল খেলার অভিজ্ঞতা। টাইগাররা এশিয়া কাপে ৩ বার রানার-আপ হয়েছে, যার ৩টিই সর্বশেষ ৪ আসরে।
আফগানিস্তান ২০১৪ সালে প্রথমবার এশিয়া কাপে অংশ নেয়।খর্বশক্তির দল হংকং অবশ্য ২০০৪ সালেই অভিষিক্ত হয়েছিল এশিয়া কাপে।