সাম্প্রতিক চলমান আছে এশিয়া কাপ। এশিয়া কাপের পরপরই সবথেকে বড় আসর হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ। এর পরে শুরু হবে ক্রিকেটের শর্ট ফর্মেট টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপের জন্য প্রত্যেকটা দল তাদের নিজেদের দলকে ঝালিয়ে নিচ্ছে। ইতিমধ্যে কোন কোন দেশ তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিয়েছে।
অস্ট্রেলিয়ার পর আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দলের সুযোগ পান নিয়ে ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান জেসন রয়।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড। স্ট্যান্ড বাই- লিয়াম ডওসন, রিচার্ড গ্লিসন ও টাইমাল মিলস।