




২০১৫ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল রনি তালুকদারের। ওই এক ম্যাচেই রনির ক্যারিয়ার এতদিন থেমে ছিল। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ৮ বছর পর ফিরেছেন তিনি। তাতে সবচেয়ে লম্বা সময় পর মাঠে





ফেরার ইতিহাস গড়েছেন।সবচেয়ে বেশি ১০৬ ম্যাচ পর জাতীয় দলে ফেরার নজির গড়েছেন।বিপিএলে দারুণ পারফর্ম করে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ হয়েছে রনির। রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে ৪২৫ রান করেছেন।





২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হওয়া ম্যাচটিতে ৭ নম্বরে নেমে ২১ রান করেছিলেন। এরপর বেশ কয়েকবার দলের সঙ্গে থাকলেও ম্যাচ খেলা হয়নি। এবার বিপিএলে ৩৫.৪১ গড়ে ১২৯.১৭ স্ট্রাইক রেটে রান তুলে জাতীয়





দলে ফিরেছেন।রনির আগে সবচেয়ে বেশি সময় বিরতির পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার ছিলেন থমাস। ক্যারিবীয় এই ক্রিকেটার ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত ১০২ টি ম্যাচ মিস করেছিলেন।অন্য দিকে রনি ২০১৫ থেকে





২০২৩ পর্যন্ত মিস করেছেন ১০৬ ম্যাচ। ২০১৫ সালে রনির অভিষেকের পর বাংলাদেশ ১০৬টি টি-টোয়েন্টি খেলেছে। তাছাড়া ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত ৯২ ম্যাচের বিরতির পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ইংল্যান্ডের আদিল রশিদ।