




২০১৪ সালে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ পান চান্দিকা হাথুরুসিংহে। সে সময়ে তেমন কোচিংয়ের সুনাম ছিল না তার। বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার





পরেও নানা সমালোচনা হয়েছিল তাকে নিয়ে। তবে নিজেই কাজের মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বকে নিজেকে পরিচয় করিয়ে দেন হাথুরুসিংহে। সে বছর শেষের দিকে ঘরে মাঠে জিম্বাবুয়ের





বিপক্ষে সিরিজ জয় দিয়ে শুরু। এরপর তার অধীনে একের পর এক সাফল্য পেয়েছে টাইগাররা। ২০১৭ সালে চুক্তির মাঝপথে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব





ছেড়ে চলে যাওয়ার আগে তার অধীনে বিশ্বকাপের কোয়ার্টার, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল সহ বেশ ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মত বড় দলের





বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় লাভ করে বাংলাদেশ। শুধু তাই নয় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ। সেখান থেকেই শুরু





নতুন বাংলাদেশের। এখন আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটাই পরিণত টাইগাররা। যার পেছনে দেশীয় কোচদের অবদান দেখছেন দ্বিতীয় মেয়াদের জাতীয় দলের দায়িত্ব নেওয়া চান্দিকা





হাথুরুসিংহে। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশকে ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমি একা নই, অবশ্যই স্থানীয় কোচরাও অনেক বেশি অবদান রেখেছেন।





গত কয়েক বছরও বাংলাদেশের স্থানীয় কোচরা অসাধারণ কাজ করে গেছেন এ দেশের ক্রিকেট এগিয়ে নেওয়ার ক্ষেত্রে।