সবাইকে অবাক করে বার্সেলোনায় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি!

২০ বছরেরও বেশি সময় কাটিয়েছে বার্সেলোনায়। স্বাভাবিকভাবেই শহরটি নিজের বাড়ি মনে করেন লিওনেল মেসি। সেই শহরে বিশ্বকাপ জয়ের পর পা রাখা হয়নি আর্জেন্টাইন অধিনায়কের।

অবশেষে চিরচেনা সে শহরে ফের ফিরেছেন রেকর্ড সাতবারের ব্যলন ডি’অর জয়ী এ তারকা। আগের দিনই লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে মেসির ক্লাব পিএসজি।

রোমাঞ্চকর সে লড়াইয়ে ম্যাচের প্রায় অন্তিম মুহূর্তে মেসির গোলই গড়ে দেয় পার্থক্য। ৪-৩ গোলের এমন জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে থাকা আর্জেন্টাইন অধিনায়ক সপরিবারে হাজির

হয়েছেন বার্সেলোনায়। আগামী সোমবার (২৭ ফেব্রুয়ারি) পিএসজির পরবর্তী ম্যাচ। মার্শেইয়ের মাঠে খেলতে যাবে দলটি। বুধবারের আগে কোনো অনুশীলনের সূচি নেই ক্লাবের। মাঝের

দুই দিন ছুটি। আর ছুটিটা বার্সেলোনায় নিজের বাড়িতে কাটাতে চলে আসেন মেসি। বিশ্বকাপ জয়ের পর এই প্রথম স্পেনে পা রাখলেন তিনি। এদিকে মেসির পরবর্তী গন্তব্য নিয়ে চলছে নানা

চর্চা। বার্সেলোনায় ফেরা নিয়েও রয়েছে নানা গুঞ্জন। যদিও সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তার বাবা ও মুখপাত্র হোর্হে মেসি। তবে তারপরও থেমে নেই গুঞ্জন। তবে এবার নিছক ছুটি কাটাতেই

এসেছেন বলে দাবি করেছে বেশ কয়েকটি স্প্যানিশ সংবাদমাধ্যম। উল্লেখ্য, চলতি মৌসুমে শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে মেসির। চুক্তি নবায়ন নিয়ে কয়েক দফা আলোচনা

শেষে ইতিবাচক কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। ফলে জুনেই হয়তো মেসির ফ্রান্স অধ্যায় শেষ হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *