সবার থেকে আলাদা হয়ে উল্টো পথে বিপরীত নীতিতে হেঁটে বাজিমাত করতে চান হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে তার প্রথম মেয়াদের শেষদিকে সিনিয়র হটাও নীতিতে হাঁটতে চেয়েছেন। সিনিয়রদের সাথে তার সম্পর্কের অবনতি অনেকটা ওপেন সিক্রেট ছিল। তবে

এবার দ্বিতীয় দফা কোচ হয়ে এসেই সিনিয়রদের কাঁধে রাখছেন বিশ্বস্ততার হাত। দ্বিতীয় দফা দায়িত্ব পালন করতে গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ আসেন হাথুরুসিংহে। পরদিন থেকেই কর্মব্যস্ততা

শুরু টাইগার কোচের। এমনকি এখানে আসার আগে থেকেই যোগাযোগ শুরু করে দেন দলের সিনিয়র ক্রিকেটারদের সাথে। আগের মেয়াদে সিনিয়রদের সাথে সম্পর্ক শীতল ছিল।

এবার কাজ করাটা কতটা চ্যালেঞ্জ হবে? সংবাদ সম্মেলনে এই প্রশ্নকেই রাবিশ বলে উল্লেখ করেছেন। পরে খানিক বিস্তারিতভাবে দিয়েছেন উত্তর। তিনি বলেন, ‘আমি ইতোমধ্যেই সব সিনিয়রের

সঙ্গে কথা বলেছি। আমার মনে হয় সবার ফোকাস একটা ব্যাপারেই, দল এক নম্বরে। সবাই চায় দল ভালো করুক। এমনকি শেষবারও কোনো খেলোয়াড়ের সঙ্গে কোনো চ্যালেঞ্জ ছিল

না। আমার চ্যালেঞ্জ ছিল দলের সবার নজর দল ভালো করায় রাখা। তো আমার মনে হয় না এটা চ্যালেঞ্জ হবে।’ এরপর মাঠে তার কার্যক্রমেও চোখে পড়েছে সিনিয়রদের আলাদা জায়গা

দিচ্ছেন নিজের নোটবুকে। হাথুরুসিংহের পর বাংলাদেশে সর্বশেষ কোচ হিসেবে কাজ করা রাসেল ডোমিঙ্গো মাহমুদউল্লাহ রিয়াদকে অনেকটা বাতিলের খাতায় ফেলেছেন। অথচ এবার দায়িত্ব

নিয়ে রিয়াদের সাথে শুরু থেকেই বেশ কাজ করছেন হাথুরুসিংহে। গতকাল দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। ম্যাচের ফাঁকে রিয়াদের সাথে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ

কথা বলেছে টাইগার কোচ। দেখে বোঝা যাচ্ছিল ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সিরিয়াস আলাপই হচ্ছিল। আর আজতো নেটে টেকনিক্যাল দিক নিয়েও কাজ করেছেন দুজনে। সঙ্গে ছিল ব্যাটিং কোচ

জেমি সিডন্স। আজও ম্যাচ আবহে অনুশীলন করছে টাইগাররা। তবে তার আগে মিরপুর ইনডোরে তামিম ইকবাল ও রিয়াদকে নিয়ে কাজ করেন হাহুরুসিংহে-সিডন্স। রিয়াদের ব্যাটিং

স্ট্যান্স, ব্যাটের গ্রিপ নিয়ে কথা বলেন হাথুরুসিংহে। গ্রানাইটে ব্যাটিং অনুশীলন করিয়েছেন তামিম-রিয়াদকে। তামিমকে বাড়তি সময় দিয়েছেন সিডন্স। ব্যাটিংয়ের ভুল ত্রুটি নিয়ে দুজনে একটু

পরপরই আলাপ করেছেন। মাঝে এসে তাদের সাথে যোগ দেন হাথুরুসিংহেও। আগেরদিন ম্যাচে দ্রুত আউট হওয়া মুশফিকুর রহিম ও তামিমের সাথে লিটন দাসকে ড্রেসিং রুমে না ফিরিয়ে

নেটে অনুশীলনে পাঠান কোচ। হাথুরুসিংহে যে সিনিয়রদের উপর ভরসা রাখবেন তার আভাস মিলেছে একই দিন সকালে মুমিনুল হকের সাথে আলাপে। আগের মেয়াদের শেষদিকে মুমিনুলকে

দল থেকেও বাদ দেন হাথুরুসিংহে। অথচ এবার ফিরে এসে প্রথম সাক্ষাতে সাবেক টাইগার টেস্ট কাপ্তানের সাথে ফোন নম্বর আদান-প্রদান করে নিলেন। ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে মুমিনুলের

কাঁধে হাত দিয়ে চালিয়ে গেছেন আলাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *