জাতীয় দলের পরে বাংলাদেশ এ দল এখন সফর করছে ওয়েস্ট ইন্ডিজের। ওয়েস্ট ইন্ডিজ এ’ দলের সাথে দুটি চার দিনের টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। ইতিমধ্যেই শেষ হয়েছে টেস্ট সিরিজের






দুই ম্যাচ। প্রথম টেস্টে চার দিনের বেশির ভাগ সময়ই বৃষ্টির দখলে ছিল। দ্বিতীয় ম্যাচে অবশ্য কিছুটা ছাড় দিয়েছে বেরসিক বৃষ্টি। তবে ম্যাচে ফলাফল আসার জন্য সেটা যথেষ্ট হলো না। তাই শেষ পর্যন্ত






বাংলাদেশ ‘এ’ দল এবং ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের আনঅফিসিয়াল ম্যাচটি ড্র হয়েছে। সংক্ষিপ্ত স্কোর- বাংলাদেশ ‘এ’ দল (১ম ইনিংস)- ৩০০/৯ ডিক্লে (১২৬.৪ ওভার)






(সাইফ ১৪৬, সাদমান ২৫, জাকের আলী ৩৩; কলিন ৩/৪৮, অ্যান্ডারসন ৩/৭২)। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল (১ম ইনিংস)- ২৭৭/৫ (১১৫.২ ওভার) (চন্দরপল ১০৯, দা সিলভা ৩৭; মৃত্যুঞ্জয় ৩/৬৯)।