প্রত্যাশার বাণী শুনিয়ে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ল বাংলাদেশ। দুবাইয়ে বাংলাদেশের সমর্থকেরা ম্যাচজুড়ে চিৎকার-চেঁচামেচিতে অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন দলকে।আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও ছিল বাংলাদেশি সমর্থকদের






দাপট। সেখানেও হতাশ করেন টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষেও একই ফল। রুদ্ধশ্বাস এই ম্যাচে শেষ ওভারে হারার পর সমর্থকদের বেশ কজনকে কাঁদতেও দেখা যায় গ্যালারিতে। স্তম্ভিত, হতাশ ছিলেন বাকিরা।এই সমর্থকদের অনেকেই দেশ






থেকে গেছেন খেলা দেখতে। অনেকেই সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। অনেকেই খেলা দেখতে এসেছেন শারজা, আবু ধাবি ও অন্যান্য শহর থেকে।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধারভাষ্যকার ও সাবেক ভারতীয় ক্রিকেটার দ্বীপ দাস গুপ্ত তুলে






ধরলেন বাংলাদেশের সমর্থকদের প্রসঙ্গ। সাকিব অনুরোধ করলেন, সবাইকে এভাবেই পাশে থাকার।“যে কোনো জায়গায় আমরা (সফরে) যাই, সব জায়গায় এই ধরনের সমর্থন পাই। সমর্থকদের জন্য ‘স্যরি’ অনুভব করতেই হয়।






আমাদের ভালো-মন্দ সবসময় যেভাবে তারা আমাদের সমর্থন জোগান… আশা করি তারা এভাবেই আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব তাদেরকে কিছু উপহার দিতে।”