সাকিবের চাওয়াতে আবারো ওপেনিংয়ে ফিরছেন ইমরুল কায়েস

ঘরোয়া লিগের অন্যতম সফল অধিনায়ক ইমরুল কায়েস। টানা দুইবার বিপিএল চ্যাম্পিয়নসহ ডিপিএল নেতৃত্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে করেছে সবার সেরা। গেল আসরে ধানমন্ডির

দলটির হয়ে খেললেও এবারের ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগে খেলবেন মোহামেডানের হয়ে। মূলত সাকিবের চাওয়াতেই এমন সিদ্ধান্ত কায়েসের। শেখ জামাল ছেড়ে দেওয়া প্রসঙ্গে ইমরুল বলেন,

‘সাকিব আমাকে ফোন দিয়েছিল খেলার জন্য, বলেছিল যে খেলতে। গত বছরও বলেছিল কিন্তু আমি শেখ জামালের প্রতি দায়বদ্ধ ছিলাম তো যেতে পারি নাই। আগেই বলেছিল পরে আমি বলেছি

ঠিক আছে।’ ইমরুল যোগ করেন, ‘আমি মোহামেডানে খেলছি ইনশাআল্লাহ। অবশ্যই চেষ্টা থাকবে মোহামেডানকে ভালো জায়গায় নিয়ে যাওয়া এবং আমাদের দলে যারা যারা আছে সবাই

ভালো খেলোয়াড়। আশা করি এ বছর মোহামেডান ভালো করবে, এটা সবার লক্ষ্য আমাদের।’ আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। টুর্নামেন্টে শুরুর আগে

চলছে ডিপিএলের দল-বদল। যেখানে পছন্দের ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড বানাতে শুরু করেছে দলগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *