




তবে এবার পাপনের বলা সেই ব্যাপারে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম। এই অধিনায়ক জাতীয় দলে কোনো গ্রু’পিং দেখছেন না





বলে সাফ জানিয়েছেন। একইসঙ্গে সাকিবের সঙ্গে তার সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন তামিম। সাকিব আল হাসানের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে তামিম ইকবালের। এই ব্যাপারটা সম্পূর্ণ অস্বীকার করেছেন





বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আজ ২৬ ফেব্রুয়ারি রোববার মিরপুরে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ দলের





অধিনায়ক তামিম ইকবাল। এ সময় তিনি বলেন, সাকিবে’র’ সঙ্গে তার কোনো ধরনের ঝামে’লা নেই বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিন বলেন যে, “আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ





জিনিস হলো, আমি আর সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পড়ে মাঠে নামি, তখন আমি আমার সেরাটা দেই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি, তখন যে কোনো





পরামর্শ চাই। সে আ’মাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে, তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে, আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।” ড্রেসিংরুমের





পরিবেশ নিয়ে ওয়ানডে দলের অধিনায়ক বলেন, পরিবেশ ভালো না থাকলে বাংলাদেশ সাফল্য পেত না। তিনি বলেছেন, ‘দলের আবহাওয়া খুব ভালো; অনেক দিন ধরেই। রেজাল্টও তো দেখছে’ন।





শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম ভালো থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’ আগামী ১ মার্চ শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ।





মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুই ম্যাচ। আর তৃতীয় ম্যাচ হবে চট্টগ্রামে। আপাতত শুধু মাঠের লড়াই’য়ে ফোকাস করতে চান তামিম ইকবাল।