সাকিব-তামিমদের সঙ্গে মনোমালিন্য, অবশেষে সবকিছু ক্লিয়ার করলেন হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে প্রথম দফায় বাংলাদেশ দলের প্রধান কোচ থাকাকালীন ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল তিনি খুবই কড়া হেডমাস্টার। তার সঙ্গে সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো সিনিয়র ক্রিকেটারদের মনোমালিন্যের গুঞ্জন ছিল।

দ্বিতীয় দফায় বাংলাদেশের প্রধান কোচ হিসেবে ফিরে বুধবার মিরপুরে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মনোমালিন্যের প্রশ্নে হাথুরুসিংহে বলেন, আপনার প্রশ্নটি ‘রাবিশ’…কোনো ক্রিকেটারের সঙ্গে আমার টানাপোড়েন নেই। তিনি আরও বলেন,

সিনিয়রদের সবার সঙ্গেই আমার কথা হয়েছে। সবারই মনোযোগের কেন্দ্রে আছে দল সবার ওপরে। দলের ভালোর জন্য সবাই চেষ্টা করে যাবে। হাথুরুসিংহে বলেন, আগেরবারের দায়িত্বেও ক্রিকেটারদের কাউকে নিয়ে কোনো চ্যালেঞ্জে পড়তে হয়নি

আমাকে। আমার চ্যালেঞ্জ হলো, সবার মনোযোগ দলের ভালোর দিকে নেওয়া। আমার তাই মনে হয় না, এটা (সিনিয়রদের সামলানো) চ্যালেঞ্জ হবে। দলে সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা নিয়ে প্রধান কোচ বলেন, যে ভূমিকা তারা পালন করছে, গত

১৫-১২-১০ বছর ধরেই করে আসছে। যতদিন তারা খেলছে, যতদিন দলে নির্বাচিত হচ্ছে, এই ভূমিকাই পালন করে যাবে। আমার মনে হয় না, তাদের ভূমিকা খুব একটা বদলাবে। কারণ তারা বিশ্বমানের ক্রিকেটার এবং নিজেদের ভূমিকায় তারা দারুণ সফলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *