সাকিব-তামিমের সেই সমস্যার বিষয়টি অস্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন পাপন

বাংলাদেশ ক্রিকেট পাড়ায় সাকিব-তামিমের বিষয় এখন টপ আলোচনা। বেশ কয়েক দিন ধরেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের দ্বন্দ্ব নিয়ে। কয়েকদিন

আগেই সাকিব-তামিমের সম্পর্ক নিয়ে একটি খেলাধুলা বিষয়ক ওয়েবসাইডে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান যে- “সাকিব ও তামিম কথা বলে না, তাদের

সম্পর্কটা ভালো না। এতে করে ড্রেসিং রুমের পরিবেশটা অন্যরকম হয়ে উঠেছে।” সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো ছড়িয়ে পড়ে এই আলোচনা। এই নিয়ে চারিদিকে শুরু হয় নানা নানা সমালচনা। তবে

শেষ পর্যন্ত সাকিব এবং তামিমের এই দ্বন্দ্বের বিষয় নিয়ে অস্বীকার করলেন বিসিবি বস পাপন। সাকিব-তামিম ইস্যুতে নিজের করা মন্তব্যের পর এবার মিডিয়ার ওপরেই দোষ চাপিয়েছেন বিসিবি

সভাপতি নাজমুল হাসান পাপন। আগের বক্তব্যের সুর পাল্টে তিনি বলেন, “আমিতো বলিনি সাকিব ও তামিমের মধ্যে কোনো সমস্যা আছে। আপনারা বলেছেন, আমি উত্তর দিয়েছি”। বৃহস্পতিবার

(২ মার্চ) টিম বাংলাদেশকে উৎসাহ জোগাতে হোটেল সোনারগাঁয়ে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। “আমি তো বলিনি ওদের মাঝে সমস্যা আছে, এটা তো কমন

সিক্রেট। আমি তো বলিনি, আপনারা বলছেন। আমি শুধু উত্তর দিয়েছি। এই প্রশ্ন আমার না, আপনাদের। এমনভাব দেখানো হচ্ছে যে বিষয়টা আমি নিয়ে এসেছি। আপনারাই সব সময় এই প্রশ্ন করেন।

মাঠে এর প্রভাব না পড়লেই ভালো, শুধু কালকে না। এখানে তামিম-সাকিব ও কোচের সাথে বসেছিলাম, তখনও ওরা কথা বলেছে।” “এই বিষয়টা এখানেই শেষ করে দেয়া উচিৎ। এটাকে ঘোলাটে

করে জোর করব ঝামেলা করার দরকার নাই। আমি যদি একটা কথা বলেও থাকি, আপনাদের বলে রাখছি.. ধরেন একটা কথা বলা আমার ঠিক হয় নাই, বা আমি ভুল। যেটা খারাপ সেটা যদি ঠিক

না হয় তাহলেই তো ভাল। আমি জিনিসটা শেষ করতে চেয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *