সাকিব, তামিম কিংবা মুস্তাফিজ নয় নতুন করে যার প্রশংসায় ভাসালেন সৌরভ

অফ ফর্মে থাকার কারণে সামাজিক যোগা’যোগে অনেকবার ট্রলের শিকার হয়েছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। ট্রলের শি’কার হতে হতে একসময় এই ওপেন ক্রিকেটারকে

নাম দেওয়া হয় লর্ড। লর্ড শান্ত এবার বিপিএলে অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়ে দেখিয়েছেন। নিজের নামের সেই সকল ট্রল ভাঙিয়ে বিপিএ’লের দুর্দান্ত ব্যাটিং করে টুর্নামেন্ট সেরা হয়ে’ছেন তিনি। এ যেন

ক্রিকেট ইতিহাসে ঘোর অন্ধকার সময় পেরিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন এই টাইগার ব্যাটার। শন্তের এমন পারফরম্যান্সের কারণে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ

গাঙ্গুলীর কাছেও পৌঁছে গেছে টাইগার ওপেনার শান্ত’র নাম। বৃহস্পতিবার বাংলাদেশের সফল করতে আসেন ভারতীয় ক্রিকে’টের অন্যতম উজ্জ্বল নক্ষ’ত্র সাবেক ক্রিকেটার ও সাবেক

সভা’পতি সৌরভ গাঙ্গুলী। এরপর আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিসিআইয়ের সাবেক এই সভাপতি বাংলাদে’শের ক্রিকেট নিয়ে নানা ধরনের কথা বলেছেন। জানিয়েছেন সাকিব,

মুশফিক ও শান্তদের ভাল খেলার কথা। সৌরভ বলছিলেন, ‘বাংলাদেশে প্রচুর ভাল খেলোয়াড় রয়েছে। আমি কালকেও বলছিলাম, ১৭ কোটি মানুষের মধ্য থেকে এত এত ক্রিকেটীয় ট্যালেন্ট বের

হচ্ছে। এখানে সাকিবের মতো অলরাউন্ডার আছে, আছে মুশফিকুর রহিম। আ’বার শান্তও এখন ভাল খেলছে। আমি খবর রাখি তো, দেখি বাংলাদে’শের খেলা। বাংলাদে’শের খেলা আমার সব

সময় ভাল লাগে।’ এরপর বাংলাদেশে খেলা নিজের অতীত সময়ে ফিরে যান সৌরভ, ‘আমার প্রথম টেস্ট অধিনায়কত্ব এবং বাংলাদেশের প্রথম টেস্ট ছিল ২০০০ সালে। আর এখানে যখন আসি,

অনেক বেশি আতিথেয়তা পেয়েছি। ফলে সব সময়ই চেয়েছি এখানকার মানুষে’রা ভাল করুক। তাদের ভাল ফলে আমারও ভাল লাগে।’ আইপিএলের প্রসঙ্গ টেনে সৌ’রভ বলেন, ‘আগে তো

সাকিব বহুবার খেলেছে কেকেআরে (কলকাতা নাইট রাইডার্সে)। এমনকি সাকিব আইপিএল উইনিং টি’মেও ছিল। মুস্তাফিজুরও মনে হয় উইনিং টিমে খেলেছে, সানরাইজার্সে। সেটাই বলি,

তোমাদের এখানে এত ট্যালেন্ট। তারা যখন অন্য দেশে যায়, অন্য টিমে খেলে সেখানেও তারা প্যারফরম্যান্স করে।’ টি-২০ ক্রিকেটে বাংলাদেশ কিভাবে আরও ভাল করবে সেই পরামর্শ দিয়েছেন

সৌরভ। তিনি জানান, ‘টি-টোয়েন্টিতে একটু ভালো করতে হলে পাওয়ার হিটিং দরকার। পাওয়ার হিটিং মানে হেভি হিটিং। যেমন করে হা’র্দিক পান্ডিয়া, রোহিত শর্মা ও সূর্যকুমার যাদ’বরা খেলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *