




ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচেও বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে সাকিব-মুশফিকের ব্যাটে ভর করে ৪৮.৫ ওভারে ২৪৬ রানে অলআউট হয় টাইগাররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ





৭৫ রান করেন সাকিব। ইংল্যান্ডের আর্চার তিনটি ও স্যাম কারান এবং আদিল রশিদ দুইটি করে উইকেট লাভ করেন। সোমবার (০৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা।





ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন লিটন দাস। ইংলিশ পেসার স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে টানা দ্বিতীয় ইনিংসে ‘গোল্ডেন ডাক’ হয়ে ফিরেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করলেও





বেশিক্ষণ টিকতে পারলেন না অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত ১১ রানে থাকা অবস্থায় কারানের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম।মাত্র ১৭ রানে দুই ওপেনারকে হারিয়ে চরম বিপাকে পড়ে বাংলাদেশ। তবে বিপর্যয়ে





থাকা দলকে টেনে তুলেন মুশফিক ও শান্ত। ব্যক্তিগত ৫৩ রানে শান্ত রান আউট ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন মুশফিক। তবে নিজের সেই ইনিংসটিকে শতকে পরিণত করতে পারেননি তিনি। ব্যক্তিগত ৭০ রানে আদিল রশিদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।