চলতি বছরের এই মাসেই (আগস্ট) আগামী ২৭ তারিখে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। এবারের আশিয়া কাল টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। যে ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট দল এখনও অপেক্ষাকৃত






দুর্বল দল। তবে টি-টোয়েন্টিতে বদলে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচরা। মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাওয়ার হিটিং ব্যাটিং আরও রপ্ত করার জন্য






ঘাম ঝরিয়ে যাচ্ছে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান থেকে শুরু করে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ কিংবা আনামুল হক বিজয়রা। ক্রিকেটারদের সেই প্রস্তুতি দেখতে






স্টেডিয়ামে হুট করে হাজির হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আজ (১৮ আগস্ট) দুপুর ১২টায় ক্রিকেটারদের অনুশীলন দেখতে মাঠে যান পাপন। এই সময়






ক্রিকেটারদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন তিনি। এমনকি টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্সের কাছ থেকেও পাওয়ার হিটিংয়ে ক্রিকেটারদের উন্নতি বিষয়ে আলোচনা করেন নাজমুল হাসান।






এই সময় বিসিবি প্রধানের সাথে ছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ক্রিকেটারদের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন






নাজমুল হাসান। যেখানে তিনি ক্রিকেটারদের অনুশীলন দেখার কথা জানিয়ে বলেন, ‘যেহেতু এশিয়া কাপে টিম যাচ্ছে, তার জন্য সিডন্স চলে এসেছে। আর সে আমাকে জানিয়েছে এখানে কয়েকজন
অনুশীলন করছে। কী করছে না করছে, পাওয়ার হিটিংয়ের উপর কাজ করছে। এসব নিয়ে কথা হয়েছিল……’