সিনিয়ারদের অপমান করে, নিজেকে নিয়ে সাফাই গাইলেন বর্তমানে সবচেয়ে আলোচিত ক্রিকেটার শান্ত

বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ক্রিকেটারদের মধ্যে একজন নাজমুল হোসেন শান্ত। বিগত কয়েক মাস ধরে তাকে নিয়ে নিয়মিত নানা ট্রোল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে।

জাতীয় দলে বারবার সুযোগ দেয়ার পরেও রান পাচ্ছিলেন না তিনি। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে নিজেকে মিলে ধরতে শুরু করেছেন নাজমুল হোসেন শান্ত। যার প্রমাণ তিনি

দিয়েছেন সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে। অফ ফর্ম কাটিয়ে সুদিনে ফিরতে শুরু করেছেন জাতীয় দলের টর্প অডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের

এবারের আসরে স্বপ্নের মত কাঠিয়েছেন তিনি। বিপিএলের ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে ৫০০+ রানের রেকর্ড করেছেন তিনি। তাইতো বিপিএলের এবারের আসরের ম্যান

অফ দা টুর্নামেন্ট পুরস্কার উঠেছে তার হাতেই। আর এটা তার ছোটবেলার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি দেশের প্রথম সারির দৈনিক সংবাদ মাধ্যম কালের কণ্ঠকে দেওয়া

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার স্বপ্ন ছিল তার। ওই সাক্ষাৎকারে নাজমুল হোসেন শান্ত বলেন, “এটি বলতে

পারি যে কোনো একদিন বিপিএলের সেরা খেলোয়াড় হওয়ার স্বপ্নও আমি তখন থেকেই দেখতে শুরু করেছিলাম। স্বপ্ন দেখতাম ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) বড় কিছু করার। আমাদের সেরা

টুর্নামেন্ট বলতে তো এই দুটোই”। “যদিও কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে ডিপিএলের প্রথম মৌসুমটা আমার একদমই ভালো যায়নি। কয়েক বছর আগে এই আসরেও আমি আবাহনীর হয়ে

সর্বোচ্চ ৭৪৯ রান করেছি। ছোট্ট দুটো স্বপ্ন ছিল আমার, দুটোই পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ।” তবে দেশের ক্রিকেটেই সেরা নয় নাজমুল হোসেন শান্ত হতে চান বিশ্ব সেরা খেলোয়াড়। বৈশ্বিক

ক্রিকেটের মহাতারকা হতে চান তিনি। মোহাম্মদ আশরাফুল সাকিব আল হাসানদের কাতারে যেতে চান তিনি। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, “দেশের সীমানায় আটকে থাকতে চাই না। আমি

গ্লোবাল সুপারস্টার হতে চাই। দেশের হয়ে তো খেলছিই, স্বপ্ন দেশের জন্য বড় কিছু করা। আমি ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় হতে চাই। তিন সংস্করণে যারা বিশ্বের সেরা খেলোয়াড়, তাঁদের মতোই

একজন হতে চাই”। এসব কথা বলায় এক প্রকার সিনিয়াদের অপমান করা হয়েছে মনে করছেন নেটিজেনরা। “বাংলাদেশে যাঁরা সফল, তাঁদের মতো না। বিশ্বের মধ্যেই আমি অন্যতম সেরা

খেলোয়াড় হতে চাই। যদিও এটি মুখে বলা সহজ। আমি এটি বললাম, আপনি লিখবেনও। তাতে অনেকের অনেক ধরনের প্রতিক্রিয়াও শোনা যেতে পারে। কিন্তু আমার স্বপ্ন তো আমারই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *