সিরিজ হেরে বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার, তবে ছাড় দিলেন না তাসকিনকে

বাংলাদেশের বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড। প্রথমবারই তারা পেয়েছে হারের স্বাদ।ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টিতে এক ম্যাচ হাতে রেখেই জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। চট্টগ্রামে প্রথম

ম্যাচ হারের পর মিরপুরে দ্বিতীয়টিতে হেরেছে চার উইকেটে।এই হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তার কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের কাছে সিরিজ হারের পেছনের কারণ নিয়ে। জবাবে তিনি

বলেছেন, ‘সিরিজ হেরে হতাশ। তবে বাংলাদেশের কৃতিত্ব। তারা ভালো খেলেছে। ’এই সিরিজের এখন অবধি অনুষ্ঠিত পাঁচ ম্যাচেই টস হেরেছে ইংল্যান্ড। রোববার তাদের আসতে হয় আগে ব্যাটিংয়ে। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে

১১৭ রান করে সফরকারীরা। রান কি একটু কম হয়ে গেছে? বাটলার বলছেন তেমনই। তবে তিনি কৃতিত্ব দিচ্ছেন দলের বোলারদেরও।বাটলার বলেছেন, ‘যথেষ্ট ছিল না। কিন্তু আমার মনে হয় অসাধারণ বোলিং প্রদর্শনী ছিল, খেলাটা গভীরে

নেওয়া গেছে। এই রান তাড়া করায় বাংলাদেশকে ভালো চাপে ফেলেছে বোলাররা। ভিন্ন ধরনের টি-টোয়েন্টি ম্যাচ, লো স্কোরিং। আগামী ১০-১৫ মাসে আমাদের খেলার জন্য গুরুত্বপূর্ণ। ’
উইকেটকে অবশ্য দায় দিচ্ছেন না বাটলার, ‘উইকেট

এমনই প্রত্যাশা করেছিলাম। আগে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছি, ওরকমই ছিল পিচ। আমার মনে হয় চ্যালেঞ্জ নিতে হবে। আমাদের মানিয়ে নিয়ে ভালো করতে হতো।১০-১৫ রান এই ধরনের ম্যাচে গুরুত্বপূর্ণ। আমাদের বোলিং পারফরম্যান্স

দুর্দান্ত ছিল। সৌভাগ্যবান যে উইকেট নিতে পেরেছি বেশ কিছু। বাংলাদেশকেও অনেক চাপে ফেলতে পেরেছি। ’ওয়ানডেতে ভালো বোলিং করেছেন এবাদত হোসেন- তাসকিন আহমেদরা। টি-টোয়েন্টিতে দারুণ করেছেন হাসান মাহমুদ। বাংলাদেশের পেসারদের ভালো করা নিয়ে প্রশ্নে বাটলার বলেন, ‘তারা খুব ভালো করেছে। আমার মনে হয় তাসকিন গত দেড়-দুই বছর ধরেই ভালো করছে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *