বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খুদে ভক্ত শেখ নাঈমের স্বপ্ন পূরণ হলো। দীর্ঘ প্রায় ৩ মাস অপেক্ষার পর মঙ্গলবার প্রিয় খেলোয়াড়ের সঙ্গে দেখা হয় নাঈম শেখের। গতকাল সাক্ষাতের






পর সাকিব চেয়েছিলেন ভক্তের আবদার মেটাতে। এজন্য ব্যাট, জার্সি কিনে দিতে চান সাকিব। বিজ্ঞাপন সবাই তাঁকে নাঈম ডাকলেও ওই ভক্ত নিজেকে আর নাঈম ভাবেন না। নাম পরিবর্তন করে






নিজেই ‘সাকিব’ নাম দিয়েছেন। গতকালই নাঈমের মাপের জার্সি-কেডস কিনতে একজনকে বাইরে পাঠিয়েছিলেন সাকিব। কিন্তু ভালো কোয়ালিটির পণ্য না পাওয়ায় সাকিব নিজেই বুধবার (আজ)






জার্সি-কেডসই দিয়ে দেবেন বলে অঙ্গীকার করেন। আজ বুধবার সেই উপহার বুঝে পেলেন ৬ বছর বয়সী সেই খুদে ভক্ত। নাঈমের পছন্দ অনুযায়ী দুটি ক্রিকেট বল (লাল ও সাদা) একটি ক্রিকেট ব্যাট






(সাকিবের ব্যাট স্পন্সর এসজির) তিনটি জার্সি, দুইটি ট্রাউজার ও এক জোড়া জুতা কিনে দেওয়া হয়। এর মধ্যে একটি ছিল আর্জেন্টিনার ফুটবল দলের একটি জার্সি। তিনটি জার্সির মধ্যে আর্জেন্টিনা






ফুটবল দলের জার্সিটি বেছে নেন নাঈম। সাকিব আল হাসানের মতোই ওই ভক্তের পছন্দ আর্জেন্টিনা দল।