




ভারতীয় ক্রিকেট ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র সাবেক ক্রিকেটার ও সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী আজ ২৪ ফেব্রিয়ারি শুক্রবার সকালে ঢাকার গণভবনে সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী





শেখ হাসিনার সঙ্গে। প্রধান মন্ত্রী ও সৌরভের মধ্যে প্রায় ঘণ্টা খানেক কথা হয়েছে। এই সময় সৌরভের সঙ্গে ছিলেন স্ত্রী ডোনাও। এক তথ্যে জানা যায় যে, হাসিনা জানতে চান কেন কী কারণে





বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে মহারাজকে সরে যেতে হয়েছে। এমনকী বিজেপির সঙ্গে তাঁর নাম কেন বারবার জড়িয়েছে, সেই নিয়েও খোঁজ নেন ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





মুলাত ভারতীয় এক গনমাধ্যমের তরফ থেকে জানা যায় ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা প্রাক্তন অধিনায়কের সঙ্গে বিজেপির নাম জড়িয়েছিল। সেইসময় মনে করা হয়েছিল বাংলা





রাজনীতিতে বিজেপির প্রধান মুখ হয়তো তিনিই হবেন। কিন্তু সৌরভ বিজেপির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছেন। সৌরভের বেহালার বাড়িতে নির্বাচনের আগে গিয়েছিলেন কেন্দ্রীয়





স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররাও। আরও জল্পনা রয়েছে, বিজেপি-র সঙ্গে সমঝোতা করেননি বলেই সৌরভকে বোর্ডের শীর্ষ পদ থেকে সরে





যেতে হয়েছে। এই নিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক কোনও দিনই পরিষ্কার করে কিছু বলেননি। তাতে আরও জল্পনা বেড়েছে বই কমেনি। সেই রহস্যের কিনারা খুঁজতে চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।