কিছুসময় আগেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে BCCI। ১৫ সদস্যের একটি দল নির্বাচন করা হয়েছে। দলের অধিনায়কের দায়িত্ব পালন






করবেন রোহিত শর্মা। একই সঙ্গে সহ-অধিনায়ক হবেন কেএল রাহুল। এই দলে ২ জন উইকেটরক্ষককে বাছাই করা হয়েছে। ঋষভ পন্তের পাশাপাশি সুযোগ দেওয়া হয়েছে দীনেশ কার্তিককে। আর






এই দল দেখেই আবেগে ভেসে গেলেন ভারতের অভিজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটার দীনেশ কার্তিক। দল ঘোষণার পরে তিনি নিজের আবেগকে ধরে রাখতে পারেননি। তাই দল ঘোষণা হওয়ার পরেই সোশ্যাল






মিডিয়ায় একটি বার্তা লিখলেন দীনেশ কার্তিক। তিনি লিখলেন- “স্বপ্ন এবার সত্যি হল।” এমএস ধোনির নেতৃত্বে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত, আর সেই দলের অংশ ছিলেন






দীনেশ কার্তিক। এবার ১৫ বছর পরে আবারও নিজেকে প্রমাণ করে ভারতীয় দলে জায়গা পাকা করলেন ডিকে। ৩৭ বছর বয়সেও তরুণদের সামনে নিজের পারফরমেন্স দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন






কার্তিক। তাই তো ভারতের স্কোয়াড ঘোষণার পর টুইটারে নিয়ে কার্তিক লিখেছেন যে তার স্বপ্ন সত্যি হয়েছে। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার ৩ নভেম্বর ভারতীয় জার্সিতে অভিষেক করেছিলেন দীনেশ কার্তিক। সেখান থেকেই শুরু।