হঠাৎ করেই পাকিস্তান দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর আসল কারণ জানালেন বিসমাহ !

অধিনায়ক পদ ছাড়ছেন বিসমাহ এমনটাই জানালেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসমাহ। শেঠি এক টুইটের

মাধ্যমে বিসমাহের পদত্যাগপত্র গ্রহণের কথা জানান। সে সাথে নিশ্চিত করেন যে দেশের জন্য খেলা চালিয়ে যাবেন বিসমাহ। নিজ টুইটার হ্যান্ডেলে এ নিয়ে বিসমাহ লিখেন, ‘দলকে নেতৃত্ব দেওয়ার

চেয়ে আমার জন্য বড় সম্মান আর কিছু নেই। এখন, আমি মনে করি যে এটি একটি উত্তরণের জন্য সঠিক সময়। একজন তরুণ অধিনায়ক তৈরি করার সুযোগ। আমি সর্বদা দল এবং তরুণ

অধিনায়ককে সহায়তা সমর্থন করতে পাশে থাকব।’বিসমাহর অধীনে পাকিস্তান নারী দল ৬২ টি-টোয়েন্টির মধ্যে ২৭টি এবং ৩৪টি ওয়ানডেতে ১৬টি জয় লাভ করে। পাকিস্তানের নারী ক্রিকেটের

কিংবদন্তি হিসেবে ভাবা হয় পাঞ্জাবের জন্ম নেয়া এই ক্রিকেটারকে। বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি এবং ডানহাতি লেগ ব্রেক বোলিংও করে থাকেন বিসমাহ মারুফ।সম্প্রতি ওয়ানডে এবং টি-টোয়েন্টি

ফর্ম্যাটে পাকিস্তান নারী ক্রিকেট দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হন বিসমাহ। ১৭ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ১২৪ ওয়ানডেতে ৩০.০২ গড়ে বিসমাহ রান করেছেন ৩১৩০। একইভাবে

টি-টোয়েন্টি ১৩২ ম্যাচে ২৭.০১ গড়ে তার সংগ্রহ ২৬৫৮ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *