হতবাক ফুটবল বিশ্বঃ মেসিকে নিয়ে এবার অবিশ্বাস্য মন্তব্য করলেন এমবাপে

ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হচ্ছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গত ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির দল আর্জেন্টিনা। সেই সুবাদে ২০২২ সালের সেরা ফুটবলার হিসেবে নিজেকে মেলে ধরেন

ফুটবল বিশ্বে।তবে মজার বিষয় হল লিওনেল মেসি ও কিলিয়ান এমাপে ক্লাব ফুটবলে একই ক্লাবে খেললেও তাদের দুজনের মধ্যে যে একটা অদৃশ্য লড়াই রয়েছে। সে ব্যাপারে অবেকেই জানেন না অনেক ফুটবল ভক্তরা। তেমনটাই মনে করেন

ফুটবল বিশেষজ্ঞরা।মেসি ও এমাপে সেই লড়াইয়ে ইতিমধ্যেই দুবার এমবাপেকে হারিয়েছেন মেসি। একবার ফিফা বিশ্বকাপের ফাইনালের মঞ্চে। দ্বিতীয়বার ফিফা দ্যা বেস্ট অ্যাওয়ার্ডের মঞ্চে।নিজে হ্যাটট্রিক করলেও বিশ্বকাপের ফাইনালে

মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছিল এমবাপের ফ্রান্সকে। ফিফা দ্য বেস্টেও দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে এমবাপেকে।পিএসজিতে খেললেও দরকারের বাইরে মেসি ও এমবাপের সম্পর্ক যে খুব একটা মধুর নয়, সেই কথাও

শোনা গিয়েছে একাধিকবার। তবে এবার মেসিকে নিয়ে বড় মন্তব্য করলেন এমবাপে।সমস্ত ঝামেলার অবসান ঘটল কিনা তা তো ভবিষ্যৎই বলবে। তবে মেসিরে সেরার সেরা মেনে নিলেন খোদ কিলিয়ান এমবাপে। সোশ্যাল মিডিয়ায় দিলেন বড় বার্তা।

সকলকে অবাক করে মেসিকেই সেরা মানলেন এমবাপে। ফিফা দ্যা বেস্ট অ্যাওয়ার্ডের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেসিকে সেরা বলেন এমবাপে। যা বিস্ফোরক বলাই চলে।এমবাপেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত বলেই সকলে জানেন। তবে এবার মেসিকে সেরা মেনে নিলেন ফরাসী তারকা এমবাপে। মেসি-এমবাপের সম্পর্কে উন্নতি হয় কিনা এবার সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *