হাইভোল্টেজ ম্যাচে জেসন রয়ের টর্নেডো সেঞ্চুরিতে ২৪১ রানকেও পাত্তা দিলো না কুয়েটা, অবাক ক্রিকেটবিশ্ব

পাকিস্তান সুপার লিগের আজকের হাইভোল্টেজ রান বন্যার ম্যাচে পেশোয়ারকে ৮ উইকেটে পরাজিত করেছে কুয়েটা। অবশ্য ‘পরাজিত’ শব্দটার চেয়ে ‘বিধ্বস্ত’ শব্দটাই সম্ভবত সবচেয়ে বেশি মানাবে এখানে।এই ম্যাচে কি ছিল না?

দর্শকদের উপভোগের জন্য একটা টি-টুয়েন্টি ম্যাচে যা প্রয়োজন সবই ছিল ম্যাচটাতে। দুই দলের ভক্তরাই ম্যাচটি নিজ নিজ পছন্দের দলের ব্যাটিংটা উপভোগ করেছে। আর শেষ হাসিটা হেসেছে কুয়েটা।ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে

২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪০ রান করে পেশোয়াড়। দলের পক্ষে বাবর আজম ৬৫ বলে ১১৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। সেই সঙ্গে আরেক ওপেনার সিয়াম আইয়ুব ৩৪ বলে ৭৪ রান করেন।রোভম্যান পাওয়েল ১৮ বলে ৩৫ এবং কাদমোরে

৩ বলে ৭ রান করে অপরাজিত থাকেন।টার্গেট ২৪১, এত বিশাল রানের নিচে চাপা পরতে পারে কুয়েটা এমনটাই ভেবেছিল হয়তো অনেকেই। অথবা লড়াই করলেও এত রান নিশ্চয়ই করতে পারবে না?তবে যারা এসব ভেবেছিল তাদের ভাবনাকে

মাথার মধ্যেই পাথর চাপা দিয়ে ম্যাচটা মাত্র ২ উইকেট হারিয়েই ১০ বল বাকি থাকতেই নিজেদের করে নেয় কুয়েটা। এই জয়ে নেতৃত্ব দেন ওপেনার জেশন রয়।কুয়েটার এই ওপেনার শুরু থেকে বিধ্বংসী ব্যাটিং করে শেষ পর্যন্ত

৬৩ বলে ১৪৫ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে মোহাম্মদ হাফিজ ১৮ বলে ৪১ রান করে আপরাজিত ছিলেন।যারা আউট হয়েছেন, তাদের মধ্যে মার্টিন গাপটিল ৮ বলে ২১ এবং উইল স্মিদ ২২ বলে ২৬ রান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *