




নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তুলে রেকর্ড গড়েছিলো বাংলাদেশ। ৩৩৯ রানের পাহাড়সম সেই লক্ষ্য যে আয়ারল্যান্ড পেরোতে পারবে না সেটিও যেন অনুমিতই ছিলো।পারেনি আইরিশরা, ১৫৫ রানে অলআউট হয়ে ১৮৩ রানে হেরেছে





বাংলাদেশের কাছে। নিজেদের সংগ্রহটা যেমন ছিলো সর্বোচ্চ তেমনি জয়টাও এল ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ব্যবধানে।ওয়ানডেতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে জয়। আগেরটা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানের। এই সিলেটেই





২০২০ সালে ওই রেকর্ড গড়েছিল বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন অভিষিক্ত তৌহিদ হৃদয়।ম্যাচ শেষে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি বলেন: অর্ধেক পর্যায়ে আমরা খুব একটা হতাশ ছিলাম না কারণ উইকেট ভালো ছিল





এবং আলোর নিচে ব্যাট করার সেরা সময় ছিল।কিন্তু আমরা উইকেট হারাতে থাকি এবং কোনো পার্টনারশিপ পাইনি। আমরা কিছুটা সিঙ্কের বাইরে ছিলাম কিন্তু অজুহাত হিসাবে এটি ব্যবহার করতে চাই না, বাংলাদেশ প্রচুর ক্রিকেট খেলেছে এবং
সেখান থেকে অব্যাহত রয়েছে।আমরা নিয়মিত এই জাতীয় দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং পরাজিত করতে চাই। তবে ব্যাটিং মানসম্মত না হলেও সোমবার আমরা আরও ভালো করব।